Tag Archives: ব্যাঙ্কসি

ব্যাঙ্কসি কথন: সমাচারে গ্রাফিত্তি / নাফিস সবুর

মালয় দ্বীপের সেই ক্ষুধার্ত শেয়ালের কথা মনে পড়ে। আপন মনে মুরগী এঁকে দেয়ালে খেয়ালের আশ্চর্য্য- তবু বিসর্গের রুঢ় ঠুমরী বেহাগের রাজনীতি আর যাপন কৌশলের মুখোমুখি দাড়িয়ে রচনা করে যে এক অভিনব অনিবার্য কমিকের, বোধ করি এর ভেতরই বয়ে যেতে থাকে অপরাপর চরম আরেক ধারা অঙ্গার ইঙ্গিতে-লুকনো পরম্পরায়; যার বীজ বোনা হয়ে আছে মানুষেরই অন্তর্গত অতীত বৃন্তমূলে, সময়ের পাথর বাগান ধরে সভ্যতার আতুর আচড় আঙিনায়।

Street-Art-by-Wild-Drawing-in-Athens-Greece

-এইরুপে অতঃপর? Continue reading

1 Comment

Filed under সারথি

ব্যাঙ্কসি-র সাথে শেপার্ড ফেইরি-র কথা চালাচালি (শেষ কিস্তি) / ভাষা-ভাবান্তর – ইমরান ফিরদাউস

“…Banksy is a terrorist ambassador of common people…”   

– [ Ronni Ahmmed ]

[ ১ম পর্ব ]  [ ২য় পর্ব ]

তোমাকে বইয়ের বিনিময় মূল্য কম রাখার ইস্যুতে যতটা উত্তেজিত দেখা যায় ঠিক ততটা উত্তেজনা তোমার কাজগুলির সেলিং প্রাইস নির্ধারণের বিষয়ে দেখি না। এইটা বলাই বাহুল্য যে, তোমার বইয়ের পৃষ্ঠাগুলো সততার সাথে রাজপথে রচিত গ্রাফিত্তিগুলো তো বটেই জাদুঘর বা পার্কে অভিষিক্ত সকৌতুকর ইন্সটলেশন আর্টগুলো কোন প্রেক্ষাপটে কিভাবে তৈয়ার হলো সেই গল্পগাঁথা পাতায় পাতায় জারি রাখে। কিন্তু, বিষয় হইলো পাব্লিক তো শুধু নীরবে তোমার কাজ দেইখা সুখী হইতে পারতেছে না, তারা কাজগুলো উপর্যুপরি হাতায় দেখবার চায় মানে বৈঠকখানায় ঝুলাইতে পারলে যেন তার অন্তিম শান্তি হয়! Continue reading

2 Comments

Filed under সারথি

ব্যাঙ্কসি-র সাথে শেপার্ড ফেইরি-র কথা চালাচালি (পর্ব:০২) /ভাষা-ভাবান্তর – ইমরান ফিরদাউস

…১ম পর্বের লিংক

তোমার ফেইবারিট গ্রাফিত্তি আর্টিস্ট কে কে?

–     যাগো গ্রাফিত্তিকর্ম কোন কাগজের পৃষ্ঠায় মুদ্রিত থাকে না হেরা সবতেই আমার প্রিয়। ভগবানের কিরা অ্যামেচাররাই আমার নয়ন মাঝে ঠাঁই নিয়া রইছে। এরা আজিব কিসিমের আছে…কোন আওয়াজ নাই,বাওয়াল নাই…কৈ থ্যাইকা জানি একটা মার্কার পেন লয়া উইড়া আইসা রাতদুপুরে আমোদের একখান শিল্প ঘটায়া কই জানি আবার মিলায় যায়। এগো কাজের ভিত্রে ‘ওহ্‌ ফাক্‌,আমি তো অবাক’ মার্কা একটা কারখানা থাকে, বুঝলা!

Continue reading

6 Comments

Filed under সারথি

ব্যাঙ্কসি-র সাথে শেপার্ড ফেইরি-র কথা চালাচালি/ / ভাষা-ভাবান্তরঃ ইমরান ফিরদাউস

পর্ব : ০১

 

“Banksy’s not radical he’s just a toy with a PR team.”

– King Robbo

 

দুনিয়াতে এ যাবৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যত নিকনেইমে ডাকা হয়েছে আমার মতে রোনাল্ড রেগ্যান-র গ্রেট কমিউনিকেটর নিকনেইমটি সবচেয়ে অনুপযোগী নাম, কেননা আমরা দেখেছি তিনি কিভাবে তার সরকারের সমস্যা এবং অসতর্ক আচরণের জন্য পাব্লিকের সাথে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হইছেন। গ্রেট কমিউনিকেটর অভিধায় ভূষিত হওয়া উচিত এমন কারো যে আর দশজনের চেয়ে বেশি ন্যায়নিষ্ঠ, নিষ্কপট ধরেন গ্রাফিত্তি আর্টিস্ট ব্যাঙ্কসি-র মত কেউ!

বেশিরভাগ মানুষ-ই মনে করে আর্ট বা শিল্পের কাজ হলো আবেগের পরিচলন ঘটানো যা ভাব-ভাষার অরিজিনাল ফিচারের বিপরীতমুখী অর্থাৎ জবান মাত্রই যেখানে কোন ধারণার পরিবাহক রূপে হাজির হেথায় আর্টের প্রশ্নে তার গরহাজির থাকা জায়েজ হতে পারে। Continue reading

6 Comments

Filed under সারথি